শিক্ষক বাতায়ন রেজিষ্ট্রেশন ও গুরুত্বপূর্ণ তথ্য

শিক্ষক বাতায়ন রেজিষ্ট্রেশন ও গুরুত্বপূর্ণ তথ্য

শিক্ষক বাতায়ন বলতে সাধারণত বোঝায়,অনলাইনে বিষয়ভিত্তিক তথ্য সংরক্ষণ ও তথ্য আদান প্রদান এর প্লাটফর্মকে বুজানো হয় তবে এটি শুধুমাত্র শিক্ষকদের জন্য তৈরি একটি বাতায়ন।

শিক্ষক বাতায়ন কী 

শিক্ষক বাতায়ন মূলত একটি প্লাটফর্ম। এই প্লাটফর্মের মাধ্যমে শিক্ষকগণ তাদের অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করতে পারবেন। তাছাড়া শিক্ষক বাতায়নে  মাল্টিমিডিয়া ক্লাসের তৈরি কন্টেন্ট আদান ও প্রদান করে ও এই কন্টেন্ট সংগ্রহ করে তা সংরক্ষণ করা যায়। বাংলাদেশ সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার মান আরো উন্নয়নের শিক্ষকদের জন্য তৈরি করা এই প্লাটফর্ম শিক্ষক বাতায়ন। বেশি দূর নয় বরং ১ থেকে ২ দশক পূর্বের কথা। শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির সমন্বয় ও এতোটা ব্যবহার ছিল না। পূর্বে শহরের শিক্ষার্থীরা যে সুবিধা পেত কিন্তু গ্রামের শিক্ষার্থীরা ততটাও সুবিধা পেতো না। তবে এই এক দশকে শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার ও সমন্বয় এর কারনে যুগান্তকারী একটি পদক্ষেপ এসেছে। এ পদক্ষেপ এর কারনে শেণিকক্ষের অভিজ্ঞতাকে সমৃদ্ধ ও আরো বেশি ফলপ্রসূ করার জন্য সফটওয়্যার ব্যবহার শুরু হয়। মাল্টিমিডিয়া ব্যবহার করে কীভাবে শিক্ষা প্রদান করা যায় প্রজেক্টর ব্যবহার করে তা শিক্ষক বাতায়ন খুবই থেকে শিক্ষকগণ বুজতে পারেন।

শিক্ষক বাতায়ন সদস্য হওয়ার নিয়ম

শিক্ষক বাতায়নে সদস্য হওয়ার একমাএ নিয়ম হলো  আপনাকে শিক্ষক বাতায়ন এ নিবন্ধন বা রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য বাতায়নের লিংক teachers gov bd তে প্রবেশ করুন। 

শিক্ষক বাতায়ন রেজিষ্ট্রেশন 

শিক্ষক বাতায়ন রেজিষ্ট্রেশন করার জন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। নিচে ধাপ সমূহ উপস্থাপন করা হলো:

  • নাম ( আপনার নাম লিখবেন)  
  • ইমেইল ঠিকানা (ইংরেজিতে লিখুন)
  • পদবী ( পদবী বলতে বোঝানো হয়েছে যে আপনি যে প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যে পদে রয়েছেন। যেমন: সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক  ইত্যাদি। 
  • শিক্ষাস্তর ( আপনি কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন সেটি হতে পারে সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কারিগরি শিক্ষা বা অনান্য। 
  • প্রতিষ্ঠানের ধরন ( আপনি কোন ধরনের প্রতিষ্ঠানে চাকরি করেন সেটি উল্লেখ করতে হবে যেমন: প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক ইত্যাদি। 
  • জন্ম তারিখ ( আপনার সার্টিফিকেটে দেওয়া জন্ম তারিখ) 
  • লিঙ্গ (আপনি কোন লিঙ্গের সেটি নিশ্চিত করুন)
  • বিভাগ ( আপনি কোন বিভাগে চাকরি করেন সেটি উল্লেখ করুন) 
  • জেলা ( আপনি কোন জেলায় চাকরি করেন সেটি উল্লেখ করুন)
  • উপজেলা (আপনি কোন উপজেলায় চাকরি করেন সেটি উল্লেখ করুন)
  • প্রতিষ্ঠান পছন্দ করুন ( আপনি যদি উপরের ধাপ সমূহ সঠিক ভাবে নির্বাচন করেন তাহলে আপনার উপজেলায় থাকা স্কুল/কলেজ/মাদ্রাসা এখানে প্রদর্শন করবে। আপনি যদি স্কুলে চাকরি করে থাকেন তাহলে আপনি আপনার স্কুল নির্বাচন করুন। 
  • পার্সওয়াড ( ৬ অক্ষরের সুরক্ষিত পার্সওয়াড ব্যবহার করুন। পার্সওয়াড আপনাকে ২ বার ব্যবহার করে নিশ্চিত করতে হবে। 

এরপর আপনি আপনি সাবমিট অপশন বা বাটনে ক্লিক করলেই শিক্ষক বাতায়ন রেজিষ্ট্রেশন হয়ে যাবে। শিক্ষক বাতায়ন  রেজিষ্ট্রেশন হয়ে যাবার পর আপনি আপনার প্রফাইলে গিয়ে বিস্তারিত তথ্য আপডেট করবেন। 

শিক্ষক বাতায়ন লগইন 

শিক্ষক বাতায়নে লগইন করার জন্য অবশ্যই আপনাকে পূর্বে শিক্ষক বাতায়ন রেজিষ্ট্রেশন করতে হবে ও আপনার তথ্য আপডেট করতে হবে। শিক্ষক বাতায়নের ওয়েবসাইটে গিয়ে মেনুতে ক্লিক করে লগইন করার অপশনে ক্লিক করুন। তারপর ইউজার আইডি ও পার্সওয়াড দিয়ে লগইন করুন অপশনে ক্লিক করুন। 

শিক্ষক বাতায়ন পার্সওয়াড ভুলে গেলে করনীয় 

আপনি যদি শিক্ষক বাতায়নে আপনার একাউন্টের পার্সওয়াড ভুলে যান তাহলে আপনার যা করণীয়:-

  • শিক্ষক বাতায়ন লগইন পেজে যান
  • পার্সওয়াড ভুলে গেছেন?  এ ক্লিক করুন
  • ফাঁকা বক্সে ইমেইল ঠিকানা দিয়ে কোড পান বাটনে ক্লিক করুন। 
  • ইমেইলে যে কোড পেয়েছেন সেটি ভেরিফাই বাটনে ক্লিক করুন ।
  • নতুন একটি সুরক্ষিত পার্সওয়াড ব্যবহার করুন ৬ অক্ষরের যা আপনার মনে থাকবে। 

শিক্ষক বাতায়ন সদস্য তালিকা 

শিক্ষক বাতায়নে কত সদস্য রয়েছে। আপনি কি এর মধ্যে রয়েছেন কিনা সেটি দেখতে আপনি শিক্ষক বাতায়নের ওয়েবসাইটে গিয়ে মেনুতে ক্লিক করে সদস্য লেখা বাটনে ক্লিক করুন অথবা https://teachers.gov.bd/member-list এই লিংকে গিয়ে সদস্য তালিকা দেখুন। 

শিক্ষক বাতায়ন কন্টেন্ট 

শিক্ষক বাতায়ন কন্টেন্ট দেখার জন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে তা হলো:

  • শিক্ষক বাতায়ন ওয়েবসাইটে যেতে হবে। 
  • ডেস্কটপ মুডে ওয়েবসাইট অপেন করতে হবে। 
  • প্রেজেন্টেশন  এ ক্লিক করতে হবে। 
  • তারপর আপনি আপনার শিক্ষার স্তর নির্বাচন করুন 
  • আপনি কোন ক্লাসের কন্টেন্ট চাচ্ছেন সেটি নির্বাচন করুন 
  • বইয়ের নাম নির্বাচন করুন

শিক্ষক বাতায়ন কন্টেন্ট ডাউনলোড 

শিক্ষক বাতায়ন থেকে কন্টেন্ট ডাউনলোড করতেও আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে পূর্বের হেডিং এর ন্যায়। তবে আমরা বিস্তারিত ভাবে উপস্থাপন করছি। 

  • শিক্ষক বাতায়ন ওয়েবসাইটে যেতে হবে। 
  • ডেস্কটপ মুডে ওয়েবসাইট অপেন করতে হবে। 
  • প্রেজেন্টেশন  এ ক্লিক করতে হবে। 
  • তারপর আপনি আপনার শিক্ষার স্তর নির্বাচন করুন 
  • আপনি কোন ক্লাসের কন্টেন্ট চাচ্ছেন সেটি নির্বাচন করুন 
  • বইয়ের নাম নির্বাচন করুন
  • এরপর আপনি কন্টেন্টটি দেখতে পাবেন।
  • আপনি কন্টেন্ট এর একটু নিচের দিকে নজর রাখতেই দেখতে পাবেন যে ডাউনলোড লেখা। আপনি এই ডাউনলোড লেখা বাটনে ক্লিক করলেই কন্টেন্ট ডাউনলোড হওয়া শুরু হবে। 

শিক্ষক বাতায়ন ক্লাস ভিডিও 

উপরে আলোচনা করা কন্টেন্ট সমূহ শিক্ষক বাতায়ন ক্লাস ভিডিও হিসেবে পরিচিত। 

শিক্ষক বাতায়ন ফেসবুক 

জনপ্রিয় স্যোশাল নেটওয়ার্ক মাধ্যমে ফেসবুকে শিক্ষা বাতায়ন নামে একটি পেজ রয়েছে। যা আমরা অনেকে শিক্ষক বাতায়ন ফেসবুক বলে থাকি। 

শেষ কথা

যুগের সাথে তাল মিলিয়ে একজন শিক্ষকে আধুনিক হতে হবে। যার মাধ্যমে সে যেন মাল্টিমিডিয়া ও প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস নিতে পারেন। শিক্ষক বাতায়নের ফলে বর্তমানে গ্রামের শিক্ষার্থীরা শহরের শিক্ষার্থীদের মতো সমান সুবিধা লাভ করছে। শিক্ষক বাতায়ন থেকে শিক্ষক কন্টেন্ট ডাউনলোড করে শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করতে পারছেন। আশা করি পোস্টটি পড়ে আপনি শিক্ষক বাতায়ন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোস্টটি ভালো লাগলে আপনার নিকটতম আত্মীয় বা বন্ধুর নিকট শেয়ার করে তাকে জানার সুযোগ করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *