মুক্তপাঠ লার্নার হিসেবে যে সমস্ত সুবিধা পাবেন

মুক্তপাঠ লার্নার হিসেবে যে সমস্ত সুবিধা পাবেন। muktopaath gov bd

সকল পেশাজীবী এবং শিক্ষার্থীরা মুক্তপাঠ লার্নার হিসেবে যে সকল সুযোগ সুবিধা পাবেন তা নিয়ে আজকে আলোচনা করব। আমরা জানি যে মুক্তপাঠ প্ল্যাটফর্ম বাংলাদেশের শিক্ষাখাতসহ অন্যান্য খাতে আলোড়ন সৃষ্টি করেছে। এই প্লাটফর্মের শিক্ষক শিক্ষার্থীসহ নানান পেশাজীবী মানুষরা বিভিন্ন ধরনের কোর্সে অংশগ্রহণ করে তাদের জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করতে পারে। মুক্তপাঠ প্ল্যাটফর্মটি শিক্ষা খাতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করে শিক্ষকদের দক্ষ করে তুলছেন। সেই সাথে এই প্লাটফর্মে বিভিন্ন ধরনের ট্রেনিংয়ে অংশগ্রহণ করার কারণে শিক্ষকরা ঘরে বসেই খুব সহজেই তাদের সুবিধা মত সময়ে মুক্তপাঠে প্রশিক্ষণসমূহ গ্রহণ করতে পারছেন।

মুক্তপাঠ ব্যবহারকারীকে অবশ্যই রেজিস্ট্রেশন করে এই প্লাটফর্মটিতে সদস্য হতে হবে। সদস্য হওয়ার পর উক্ত ব্যবহারকারী বিভিন্ন ধরনের কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। মুক্তপাঠ রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে ইতি মধ্যেই আমরা একটি পোস্ট লিখেছি। মুক্তপাঠ নিবন্ধন প্রক্রিয়া জানতে এখানে ক্লিক করুন।

মুক্তপাঠ লার্নার হিসেবে যে সমস্ত সুবিধা পাবেন

১২+ ক্যাটাগরির, ২০০+ ফ্রি ও পেইড কোর্সে অংশগ্রহণের সুযোগঃ

মুক্তপাঠ একটি ই লার্নিং প্লাটফর্ম। এখানে রেজিস্ট্রেশন করলে আপনি বৈদেশিক কর্মসংস্থান, সাংবাদিকতা, প্রশিক্ষণ, ব্যক্তিগত উন্নয়ন, গণিত, আত্মকর্মসংস্থান, ফ্রিল্যান্সিং,  স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, শিক্ষা এবং কৃষি সহ ১২ টি ক্যাটাগরির মোট ২০০ টিরও বেশি করছে অংশগ্রহণ করতে পারবেন। তবে এখানে আপনি ফ্রি এবং পেইড দুই ধরনের কোর্স করতে পারবেন। ফ্রি কোর্সসমূহ করতে আপনার কোন রকমের টাকা পয়সা খরচ করতে হবে না এবং কোর্স শেষে আপনি মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

একই প্ল্যাটফর্ম থেকে প্রাতিষ্ঠানিক ও অন্যান্য অনলাইন ক্লাসে অংশগ্রহণের সুযোগঃ 

মুক্তপাঠ ই লার্নিং প্ল্যাটফর্ম আপনাকে একই জায়গায় একই সাথে প্রাতিষ্ঠানিক কোর্সের পাশাপাশি আপনার দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন অনলাইন ক্লাসে অংশগ্রহণের সুযোগ প্রদান করে থাকে।

কুইজসহ লিখিত, মৌখিক ও বিভিন্ন পরীক্ষা ভিত্তিক মানসম্মত সার্টিফিকেট অর্জনঃ

একজন মুক্তপাঠ লার্নার হিসেবে বিভিন্ন কোর্স শেষ করার পর লিখিত মৌখিক বা কুইজের মাধ্যমে তার  পরীক্ষা নেওয়া হয়ে থাকে। সেই পরীক্ষায় কৃতকার্য হলে একটি মানসম্মত সার্টিফিকেট প্রদান করা হবে। পরবর্তীতে আপনি বিভিন্ন কর্ম ক্ষেত্রে এই সার্টিফিকেট ব্যবহার করতে  পারবেন।

এছাড়াও মুক্তপাঠ এ রেজিস্ট্রেশন করে আপনি- 

  • লাইভ ক্লাসের পাশাপাশি ক্লাসরুমে শিক্ষক ও সহপাঠীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন।
  • মুক্তপাঠে রয়েছে ব্লেন্ডেড পদ্ধতিতে ট্রেনিং-এ অংশগ্রহণের সুবিধা। 
  • নিজস্ব ব্লগ, টিউটোরিয়াল প্রকাশ ও ক্লাসে অংশগ্রহণের সুযোগসহ আরও অনেক কিছু। 

মুক্তপাঠ প্ল্যাটফর্ম

মুক্তপাঠ সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের তথ্য আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি। মুক্তপাঠ ওয়েবসাইট- muktopaath gov bd  এছাড়াও মুক্তপাঠ প্ল্যাটফর্ম ব্যবহার, মুক্তপাঠের বিভিন্ন কোর্সে অংশগ্রহণ, মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড সহ বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা আপনাকে সমাধান দেয়ার চেষ্টা করব। আমাদের পোস্টটি ভাল লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *