মুক্তপাঠ (muktopaath) হলো সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরি একটি ই-ল্যানিং প্লাটফর্ম। এই প্লাটফর্মটি সবার জন্য উন্মুক্ত। যে কোন আগ্রহী ব্যক্তি মুক্তপাঠ থেকে বিভিন্ন কোর্সে পৃথিবীর যে কোন স্থান থেকে অংশগ্রহণ করে অভিজ্ঞতা ও পেশাগত দিক থেকে দক্ষতা অর্জন করতে পারবেন। মুক্তপাঠের মাধ্যমে সুবিধা বঞ্চিত, অসহায় মানুষকে শিক্ষামূলক বৃওি প্রদান করে অংশগ্রহণকারীরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। মুক্ত পাঠে নারী, পুরুষ,শিক্ষার্থী সকলে অংশগ্রহণ করতে পারবেন। আবার বলা যায়, মুক্তপাঠ শুধু কোন নিদিষ্ট মানুষের জন্য সেবা প্রদান নয়, এখানল সকল স্তরের পেশাজীবি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে উওম সেবা পাবেন।
মুক্তপাঠে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিওি করে ১২টির বেশি বিভাগের (ক্যাটাগরির) কোর্স। এই কোর্সসমূহ থেকে আপনার পছন্দের কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। মুক্তপাঠে কোর্স (muktopaath online course) করেই সীমাবদ্ধ নয় বরং এখানে কোর্স শেষ হলে সার্টিফিকেট (muktopaath certificate) প্রদান করা হয়। মুক্তপাঠ থেকে সেবা পেতে হলে আপনাকে মুক্ত পাঠে রেজিষ্ট্রেশন করতে হবে। বর্তমানের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ২১.৭০ লক্ষ এর বেশি ব্যবহারকারী মুক্তপাঠে ২৬৩ চলমান কোর্স সম্পর্ণ করছেন। আজকের আলোচনা মুক্তপাঠ রেজিষ্ট্রেশন ও মুক্তপাঠ সম্পর্কে।
মুক্তপাঠ রেজিষ্ট্রেশন (muktopaath registration) 2023
মুক্তপাঠ মূলত একটি অনলাইন কোর্স। মুক্তপাঠে অংশগ্রহণ করার জন্য আপনাকে অবশ্যই মুক্তপাঠ রেজিষ্ট্রেশন করতে হবে। মুক্তপাঠ রেজিষ্ট্রেশন করতে কিছু ধাপ অনুসরণ করতে হবে। নিচে মুক্তপাঠ রেজিষ্ট্রেশনের ধাপ সমূহ উপস্থাপন করা হলো:
- আপনাকে প্রথমত মুক্তপাঠ ওয়েবসাইটে (muktopaath gov bd) ভিজিট করতে হবে। ওয়েবসাইটের উপরে প্রফাইল আইকনে ক্লিক করে আপনি রেজিষ্ট্রেশন পেজে যেতে পারবেন। অথবা আপনি (https://muktopaath.gov.bd/registration) লিংক থেকে সরাসরি মুক্তপাঠের রেজিষ্ট্রেশন পেজে যাবেন।
- রেজিষ্ট্রশন পেজে আপনি ৩ ধরনের রেজিষ্ট্রেশন ফর্ম দেখতে পারবেন। লার্নার, ইন্সট্রাক্টর, পারটনার হিসেবে ।
লার্নার মুক্তপাঠ রেজিষ্ট্রেশন (www muktopaath gov bd)
আপনি যদি মুক্তপাঠ থেকে কোর্স করতে চান তাহলে আপনি লার্নার ফর্মে মুক্তপাঠ রেজিষ্ট্রেশন করবেন। কোর্স করতে চান তাহলে আপনি লার্নার এ ক্লিক করে লার্নার মুক্তপাঠ রেজিষ্ট্রেশন (muktopaath registration) ফর্মটি পূরণ করবেন।
লার্নার ফর্মে
- আপনার নাম (জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয় পএ অনুযায়ী)
- পেশার ধরন ( শিক্ষার্থী না চাকরিজীবি)
- সার্টিফিকেট অনুযায়ী নাম আপনার নাম ইংরেজিতে দিবেন
- আপনার লিঙ্গ ( নারী/পুরুষ/অনান্য)
- মোবাইল নম্বর বা ইমেইল ঠিকানা
- পার্সওয়াড(৬ অক্ষরের বেশি ও শক্তিশালী)
- শারীরিক অক্ষমতা (প্রতিবন্ধী)
এসকল তথ্য আপনি নির্ভুল ভাবে সঠিক তথ্য উপস্থাপন করবেন। আপনি যদি ফর্মটি পূরণ করতে না চান তাহলে আপনি স্যোশাল মিডিয়ার মাধ্যমে রেজিষ্ট্রেশন করে নিতে পারবেন। লাল চিহ্ন দেওয়া অপশনসমূহ আপনাকে অবশ্যই পূর্ন করতে হবে।
- রেজিষ্ট্রেশন করার করার পর ভেরিফিকেশন করার জন্য আপনার দেওয়া ইমেইল বা মোবাইল ঠিকানায় কোড পাঠানো হবে। আপনি যদি মুক্তপাঠ রেজিষ্ট্রেশন করে থাকেন। তাহলে কোডটি ভেরিফিকেশন বক্সে বসিয়ে নিশ্চিত করুন।
- এরপর আপনি দেখতে পাবেন আপনার লার্নার মুক্তপাঠ প্রফাইল ১০০% তৈরি হয়নি। আপনি মেনুতে ক্লিক করে প্রফাইলে সম্পাদনায় ক্লিক করে সকল সকল সঠিক তথ্য আপডেট করুন তাহলে আপনার লার্নার মুক্তপাঠ রেজিষ্ট্রেশন সফলভাবে নিশ্চিত হবে।
ইন্সট্রাক্টর মুক্তপাঠ রেজিষ্ট্রেশন
আপনি যদি মুক্তপাঠে আপনার কোন কোর্স করাতে চান। যার দ্বারা উপকৃত হবে অংশগ্রহণকারীরা তাহলে আপনি ইন্সট্রাক্টর ফর্মে মুক্তপাঠ রেজিষ্ট্রেশন করবেন। নিচে ধাপ সমূহ উপস্থাপন করা হলো:
প্রতিষ্ঠানের তথ্য
- প্রতিষ্ঠানের নাম(আপনার প্রতিষ্ঠানের নাম)
- প্রতিষ্ঠানের ধরণ (আপনার প্রতিষ্ঠান কোন ধরনের)
- প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম (প্রত্যেকটি প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম থাকে)
- টিচার্স আইডি (শিক্ষকদের একটি আইডি নম্বর থাকে)
বক্তিগত তথ্য
- শিক্ষাগত যোগ্যতা (আপনি যে পর্যন্ত পড়াশোনা করেছেন)
- পদবি
- বিভাগ,জেলা,উপজেলা (আপনার বর্তমান ঠিকানা)
- আপনার সম্পূর্ণ নাম (জাতীয় পরিচয় পএে দেওয়া নাম)
- লিঙ্গ (নারী/পুরুষ/অনান্য)
- মোবাইল নম্বর/ইমেইল
- পাসওয়ার্ড (৬ অক্ষরের বেশি ও শক্তিশালী)
- শারীরিক অক্ষমতা (প্রতিবন্ধী)
এসকল তথ্য আপনি নির্ভুল ভাবে সঠিক তথ্য উপস্থাপন করবেন। আপনি যদি ফর্মটি পূরণ করতে না চান তাহলে আপনি স্যোশাল মিডিয়ার মাধ্যমে রেজিষ্ট্রেশন করে নিতে পারবেন। লাল চিহ্ন দেওয়া অপশনসমূহ আপনাকে অবশ্যই পূর্ন করতে হবে।
- রেজিষ্ট্রেশন করার করার পর ভেরিফিকেশন করার জন্য আপনার দেওয়া ইমেইল বা মোবাইল ঠিকানায় কোড পাঠানো হবে। আপনি যদি মুক্তপাঠ রেজিষ্ট্রেশন করে থাকেন। তাহলে কোডটি ভেরিফিকেশন বক্সে বসিয়ে নিশ্চিত করুন।
- এরপর আপনি দেখতে পাবেন আপনার ইন্সট্রাক্টর মুক্তপাঠ প্রফাইল ১০০% তৈরি হয়নি। আপনি মেনুতে ক্লিক করে প্রফাইলে সম্পাদনায় ক্লিক করে সকল সকল সঠিক তথ্য আপডেট করুন তাহলে আপনার ইন্সট্রাক্টর মুক্তপাঠ রেজিষ্ট্রেশন সফলভাবে নিশ্চিত হবে।
পার্টনার মুক্তপাঠ একাউন্ট
আপনার যদি কোন প্রতিষ্ঠান থাকে। আপনি যদি কোন কোর্স পাবলিশ করতে চান তাহলে আপনি পার্টনার হিসেবে মুক্তপাঠ রেজিষ্ট্রেশন করতে পারেন। আপনি পার্টনার হিসেবে মুক্তপাঠ এ রেজিষ্ট্রেশন করার পর মুক্তপাঠ টিম আপনার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে থাকে। নিচে পার্টনার মুক্তপাঠ রেজিষ্ট্রেশন এর ধাপ উপস্থাপন করা হলো:
প্রতিষ্ঠানের তথ্য
- প্রতিষ্ঠানের নাম
- প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম
- প্রতিষ্ঠানের ইমেইল ঠিকানা
- প্রতিষ্ঠানের ফোন নম্বর
- যোগাযোগকারী ব্যক্তির নাম
- যোগাযোগকারী ব্যক্তির ইমেইল ঠিকানা
- প্রতিষ্ঠানের ধরন নির্বাচন করুন
ব্যক্তিগত তথ্য
- আপনার নাম
- আপনার পেশা
- আপনার লিঙ্গ (নারী/পুরুষ/অনান্য)
- মোবাইল নম্বর বা ইমেইল ঠিকানা
- পার্সওয়াড ( ৬ অক্ষরের বেশি শক্তিশালী শব্দ)
- শারীরিক ভাবে অক্ষমতা (প্রতিবন্ধী)
এসকল তথ্য আপনি নির্ভুল ভাবে সঠিক তথ্য উপস্থাপন করবেন। আপনি যদি ফর্মটি পূরণ করতে না চান তাহলে আপনি স্যোশাল মিডিয়ার মাধ্যমে রেজিষ্ট্রেশন করে নিতে পারবেন। লাল চিহ্ন দেওয়া অপশনসমূহ আপনাকে অবশ্যই পূর্ন করতে হবে।
- রেজিষ্ট্রেশন করার করার পর ভেরিফিকেশন করার জন্য আপনার দেওয়া ইমেইল বা মোবাইল ঠিকানায় কোড পাঠানো হবে। আপনি যদি মুক্তপাঠ রেজিষ্ট্রেশন করে থাকেন। তাহলে কোডটি ভেরিফিকেশন বক্সে বসিয়ে নিশ্চিত করুন।
- এরপর আপনি দেখতে পাবেন আপনার পার্টনার মুক্তপাঠ প্রফাইল ১০০% তৈরি হয়নি। আপনি মেনুতে ক্লিক করে প্রফাইলে সম্পাদনায় ক্লিক করে সকল সকল সঠিক তথ্য আপডেট করুন তাহলে আপনার পার্টনার মুক্তপাঠ রেজিষ্ট্রেশন সফলভাবে নিশ্চিত হবে।
মুক্তপাঠ চালু হয় কত সালে
ই-ল্যার্নিং সেবা প্রদানের লক্ষ্যে ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমির প্রাঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষায় তৈরি ই-লার্নিং সেবা মুক্তপাঠ উদ্ভোদন করেন। এছাড়া চলতি বছরের জুন ২০২৩ এ মুক্তপাঠ নতুন ভার্সন চালু করা হয়েছে। মুক্তপাঠ নতুন কোর্স সমূহ এই ভার্সনে আপোডেট করা হবে।
শেষকথা
মুক্তপাঠ বর্তমান সময়ের বাংলাদেশের জনপ্রিয় তথ্য সমৃদ্ধ একটি ই-লার্নিং ওয়েবসাইট। যার মাধ্যমে যে কেউ মুক্তপাঠ থেকে সেবা পাচ্ছেন ও কোর্স করতে পারছেন ও সার্টিফিকেট অর্জন করতে পারছেন। আশা করি পোস্টটি পড়ে আপনি মুক্তপাঠ রেজিষ্ট্রেশন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধুকে শেয়ার করতে পারেন।